মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস” এইচপিভি” টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে সোমবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পীযূষ কুমার সাহার সভাপতিতে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জহুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পীযূষ কুমার সাহা বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস “এইচপিভি” একটি যৌনবাহিত ভাইরাস। এটা জরায়ু মুখে ক্যান্সার সৃষ্টি করে, জরায় মুখের এই ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিকাদানের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট শফিকুল ইসলাম, তিনি জানান আগামী ২৪ অক্টোবর থেকে ৪ সপ্তাহব্যাপী এই টিকা দান কর্মসূচি মিরপুরে বাস্তবায়ন করা হবে।