মিরপুর প্রতিনিধিঃ ‘
গণতন্ত্রের জন্য ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-জনতা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
এদেশ থেকে অনেক দূরে থেকেও তিনি সূ-দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
মঙ্গলবার ১৫ (অক্টোবর) বিকেলে মিরপুরে বিএনপি নেতা রহমত আলী রব্বানের শারিরীক খোঁজ খবর নেয়ার সময় উপস্থিত হাজারো নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি
এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে
মামলা হয় শেখ হাসিনার নির্দেশে। কয়েকটি মিথ্যা-ফরমায়েশি রায়ও দেওয়া হয়।
এসকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবী রাখেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকার বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা হরণ করে স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। পত্র-পত্রিকা ও মিডিয়াগুলোতে সঠিক সংবাদ পরিবেশনে কোন স্বাধীনতা ছিল না। একইসঙ্গে জুলাই-আগষ্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ জড়িতদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান ব্যক্ত করেন।
সেই সাথে অন্তর্বর্তীসরকার প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নেবেন বলে দাবী রাখেন।এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপি’র
সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক
এনামুল হক বাবু,
সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী,
সদস্য সচিব আতাউল হক এমদাদ,
পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদ হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।