বিশ্বের দ্বিতীয় ধনী নায়িকার তালিকায় স্থান পেলেন ঐশ্বরিয়া। সেই খবর ঘোষণা হল শুক্রবার (১৮ অক্টোবর) । এই খবরটি শোনা মাত্রই তা ঐশ্বরিয়াকে শুভেচ্ছার সাগরে ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীসহ তার সহকর্মীরাও।
বলিউডের একসময়ের ব্যস্ত নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। যার রূপে, গুণে এখনও ঘায়েল হন আঠারো থেকে আশি। তবে মা হওয়ার পর অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। তবে নিজের কাজ দিয়ে সমালোচনায় না থাকলেও অভিনেত্রীকে নিয়ে আলোচনার শেষ নেই।
কারণ, দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন চলছে। যদিও এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি কেউই। এদিকে এসব গুঞ্জনের মাঝেই সুখবর।
যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে এই খবর না শুনে অভিনেত্রীর অনুরাগীরা খুবই খুশি। সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এই তালিকায় পয়লা নম্বরে অবশ্য রয়েছেন অন্য নায়িকা। সবাইকে পিছনে ফেলে এক নম্বরে রয়েছেন জুহি চাওলা।
উল্লেখ্য, একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি।