কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার লক্ষ্যে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কুষ্টিয়া সদর উপজেলা শাখা।
রোববার (২০ অক্টোবর) বেলা ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদর উপজেলা ফোরামের নেতৃবৃন্দ।
ইউনিয়ন পরিষদ ফোরামের নেতৃবৃন্দরা জানান, নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করা হলে তৃণমূল পর্যায়ে জনসাধারণ নানা সেবা থেকে বঞ্চিত হবে, ভোগান্তির শিকার হবে। ওয়ারিশ সার্টিফিকেট, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সেবামূলক কাজ বিঘ্নিত হবে। তারা বর্তমান সরকারকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দায়িত্ব পালনে বাধা প্রদান না করার জন্য আহ্বান জানান।
এসময় চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করা হলে ইউনিয়নের জনসাধারণ প্রতিবাদ সমাবেশ করবেন বলেও জানান তারা।