মিরপুর প্রতিনিধিঃ
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ছাত্র দল।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ছাত্রদলের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল মিরপুর উপজেলার বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলা চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিরপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক সংগ্রাম খান জিল্লুর সভাপতিত্বে আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ইফতেখার আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ, ছাত্রনেতা মিলন মন্ডল, নাসিম মন্ডল, মিটু, শাহীনুল ইসলাম শাহীন, শিমুল, রাসেল মালিথা প্রমুখ।
মিছিলে তাদের ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো, এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো। হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।