মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা ভেজাল বিরোধী এ অভিযান শুরু হয়। এতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাশাপাশি উপজেলা ও পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর’র সদস্যরা অংশ নেন।
এ সময় মিরপুর বাজার, নিমতালা বাজারের হোটেল বিভিন্ন পণ্যের দোকানে, মরিচের গুঁড়ো, হলুদের গুড়ো, ঘি, সহ বিভিন্ন পন্যের মেয়াদ উত্তীর্ণ গুণগত মান যাচাই বাছাই করার জন্য পরীক্ষার করেন।গুণগতমান পরীক্ষা নিরিক্ষা শেষে এসব পণ্য ভেজাল মুক্ত বলে জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, সজিব পাল।
এ সময় উপস্থিত ছিলেন, নমুনা সংগ্রহকারী শাহীনুর রহমান, ল্যাব টেকনিশিয়ান, জুরাইজ আহমেদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) ও সেনেটারী ইন্সপেক্টর, সেলিনা আক্তার, মিরপুর পৌর ইন্সপেক্টর, মর্জিনা খাতুন।