কুষ্টিয়া-২, (মিরপুর-ভেড়ামারা) আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন বিএনপি’র কান্ডারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের দিক নির্দেশনায় কুষ্টিয়ার মিরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৯৭৮ সালের এই দিনে বিএনপি’র প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শনিবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণে যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু ও যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ,
উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু,
উপজেলা বিএনপি’র সাবেক শিশু বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান নয়ন, জেলা কৃষকদলের সদস্য এ্যাডভোকেট খাইরুজ্জামান খাইরুল, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক এমদাদ, যুগ্ম আহবায়ক মালেকুর রহমান মালেক, গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব জাহিদ হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মনি,
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখার আলম শিল্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম, পৌর ৩নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমেদ, ইউনিয়ন যুবনেতা শাহীন আলী, রনি, ছাত্রনেতা নাসিম মন্ডল, মিলন মন্ডল, আবির মন্ডল, শাহীন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।