“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার (১ নভেম্বর) সকালে মিরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা।
ছাত্র প্রতিনিধি তানজিম হোসেন সাব্বিরের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হাই, জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি নাইমুর রহমান সাগর প্রশিক্ষিত যুবকদের মধ্যে খন্দকার মৌসুমী আক্তার প্রমুখ।
আলোচনা সভার শেষে উপস্থিত যুবকদের শপথ পাঠ ও প্রশিক্ষিত তিনজন যুবকের মাঝে ৩ লক্ষ ৮০ হাজার টাকা স্বল্প সুদে ঋণ হিসেবে বিতরণ করা হয়।