রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

দৌলতপুরে বিপুল টাকা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দৌলতপুর প্রতিনিধিঃ / ৪০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ২:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে নগদ ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোররাত ৩টার দিকে উপজেলার বৈরাগীরচর এলাকার নিজ বাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সাম্প্রতিক দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি আইনের শাসন পুনর্নির্মাণে দেশব্যাপী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারবাহিকতায় আজ  বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা জেলার দৌলতপুরী উপজেলার বৈরাগীরচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক হাজার পিস ইয়াবা, নগদ ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাজলি খাতুন (৪৬) ও আব্রাহাম লিংকনকে (২২) আটক করে।

জব্দ করা মাদক, নগদ টাকা ও দুই মাদক ব্যবসায়ীকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর