বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল ছাত্র নিহত

দৌলতপুর প্রতিনিধিঃ / ২৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাঁধন হোসেন (১৫) ও নাবিল আহমেদ (১৫) নামে দু’জন স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সামিউল ইসলাম (১৫) নামে আরেক এক স্কুলছাত্র।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন হোসেন মহিষকুন্ডি কলেজপাড়া এলাকার সাজ্জাদ হোসেন শিলনের ছেলে এবং নাবিল আহমেদ একই ইউনিয়নের মুসলিমনগর গ্রামের নিয়ামুল হকের ছেলে। গুরুতর আহত সামিউল ইসলাম মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকার কামরুজ্জামান সোহেলের ছেলে।

আহত সামিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩ জন বন্ধু মোটরসাইকেল যোগে মহিষকুন্ডি এলাকা থেকে ময়রামপুর গ্রামে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন নিহত হয়। এ ঘটনায় আহত নাবিল আহমেদ ও সামিউল ইসলাম কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ বুধবার সকালে নাবিল আহমেদ মারা যান।

দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজন ছাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর