বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

মিরপুরে হত্যা মামলায় প্রাণ বাঁচাতে বাদীর সংবাদ সম্মেলন

মিরপুর প্রতিনিধিঃ / ২৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

কুষ্টিয়ায় মিরপুরে ২০১৭ সালে হত্যা করা হয় উপজেলার কুশাবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামকে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ইমদাদুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মামলা তুলে নিতে একাধিকবার হত্যার হুমকি দিয়ে আসছিলো মামলার এজাহারভুক্ত আসামিরা। তার পর থেকেই ভুক্তভোগীদের বাড়ি ঘরে হামলা ও লোকজনের উপরে নির্যাতন করে আসছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ইমদাদুল হক।

বুধবার (২৯ জানুয়ারী) বিকেলে মিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মলন করে নিজেদের নিরাপত্তার দাবী জানান উক্ত মামলার বাদী ইমদাদুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ভাই শহিদুল ইসলামকে যারা হত্যা করেছিলো। সেই মামলার আসামিরা আমি বাদী হওয়ার কারণে আমাকে  প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার না করার কারণে আমার বংশের লোকজনের ৮-১০ জনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। সর্বশেষ গত ২৭ জানুয়ারি সকাল ৮ টার সময় এজাহারভুক্ত আসামী মালেক আমার চাচাতো ভাই চুন্নু ও মিলনকে মেরে ফেলার হুমকি দেয়। ২৪ ঘন্টার মধ্যে মামলা তুলে না নেওয়া হলে ব্যবস্থা নিবেন। এরপর ২৮ জানুয়ারি মঈন উদ্দিন নামেক একজনকে হত্যা করে আমাদের লোকজনের উপরে দায় চাপানোর জন্য চেষ্টা করছে।

 

 

 

তিনি আরও বলেন, শহিদুল হত্যা মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে আমাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করছে। এমনকি নারীদের উপরে নির্যাতন করছে। আমরা ঘটনার দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং আমাদের নিরাপত্তার জন্য অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর