২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজের শূন্য আসন পূরণে দ্বিতীয় দফা ভর্তির সার্কুলার প্রকাশসহ চার দফা দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রোববার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী সুমাইয়া আক্তার জুথি, তাওসীফুর রহমান তুহিন, নিঝুম জাহান তন্নি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি মেডিকেলে ভর্তির দ্বিতীয় সার্কুলার প্রকাশ না হওয়ায় হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি শিক্ষাবর্ষে সারা দেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট অংশগ্রহণকারী ছিলেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন। এর মধ্যে ৬০ হাজার ৯৫ জন শিক্ষার্থী পাস করেন। সরকারি আসনের বাইরে যারা মেধাক্রমে সুযোগ পাননি, তাদের বড় একটি অংশ বেসরকারি কলেজে ভর্তি হন। পরীক্ষায় পাস করা অধিকাংশ শিক্ষার্থীই পরবর্তী সময়ে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। তবু ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও প্রায় ৬০০টির বেশি আসন ফাঁকা রয়ে গেছে। চিকিৎসা শিক্ষায় একটি আসন শূন্য থাকা মানে ভবিষ্যতে একজন চিকিৎসক কমে যাওয়া, যা দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার ঘাটতির বাস্তবতায় প্রতিফলন ঘটাতে পারে।
তারা আরও বলেন, স্বাস্থ্য খাতের সুরক্ষা, জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার এবং মানবসম্পদ উন্নয়নের স্বার্থে অবিলম্বে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে দ্বিতীয় দফা ভর্তি সার্কুলার প্রকাশ করা প্রয়োজন। এই সার্কুলারের মাধ্যমে পূর্বে বাদ পড়া কিংবা আবেদন করতে না পারা যোগ্য শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হোক।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো– ২৫ মে তারিখের আগে দেওয়া সরকারি মৌখিক আশ্বাসের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে, পোর্টাল বন্ধ অজুহাত তুলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস না করে প্রশাসনিক সিদ্ধান্তে তা পুনরায় খুলতে হবে এবং ১৫ জুনের হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।