ঢাকাSunday , 29 June 2025
  1. #লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের মিরপুর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কুষ্টিয়ার খবর
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

রাশিয়ার হামলায় ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Link Copied!

রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একইসঙ্গে ওই বিমানের পাইলটও নিহত হয়েছেন। রোববার (২৯ জুন) মধ্যরাতে ইউক্রেনজুড়ে প্রায় সাড়ে পাঁচশ ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায় রাশিয়া। এই হামলা প্রতিহত করতে গিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে অনেক তদবির করে আধুনিক এ যুদ্ধবিমান পেয়েছিল ইউক্রেন। যারমধ্যে এ পর্যন্ত তিনটি বিমান হারিয়েছে তারা। নিজেদের কাছে কতগুলো এফ-১৬ আছে সেটি কখনো স্পষ্ট করে জানায়নি ইউক্রেন।

যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট নিহত হওয়ার ব্যাপারে ইউক্রেনের মিলিটারি এক বিবৃতিতে বলেছে, “গতকাল রাতে সাতটি আকাশ হামলা প্রতিহত করার পর, বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিশাল হামলা প্রতিহতের সময় প্রথম শ্রেণির পাইলট লেফটেনেন্ট কর্ণেল ম্যাকসিম উস্তিমেনকো নিহত হন। ১৯৯৩ সালে জন্ম নেওয়া এ পাইলট এফ-১৬ যুদ্ধবিমান চালাচ্ছিলেন।”

ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ও হামলার শব্দ শোনা গেছে। যারমধ্যে দক্ষিণ মাইকোলাভ, দক্ষিণপূর্ব জাপোরিঝিয়া এবং পশ্চিম লভিভ রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে এ বড় হামলা ও যুদ্ধবিমান ধ্বংসের তথ্য জানিয়েছিল। তবে বিমানের পাইলট নিহত হয়েছেন সেটি তিনি উল্লেখ করেননি।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের বিমানবাহিনী পুরোনো যুদ্ধবিমান ব্যবহার করত। কিন্তু রাশিয়ার সঙ্গে টক্কর দিতে তাদের কয়েকজন পাইলটকে আধুনিক বিমান চালানো শেখায় পশ্চিমারা। এ কারণে একজন পাইলটের মৃত্যুই তাদের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হয়।

 

 

সূত্র: আলজাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।