ঢাকাMonday , 30 June 2025
  1. #লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের মিরপুর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কুষ্টিয়ার খবর
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

ফ্লামেঙ্গোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন

Link Copied!

ফিফা ক্লাব বিশ্বকাপে এবার শুরু থেকেই আলো কেড়ে নিয়েছে ব্রাজিলের দলগুলো। নকআউট পর্বে এসেও সেটা ধরে রেখেছে তারা, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফ্লামেঙ্গো হেরেছে বটে, কিন্তু লড়াই করেছে শেষ পর্যন্ত। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রিবিবার বায়ার্ন মিউনিখের কাছে ৪-২ গোলে হেরেছে দলটা।

ব্রাজিলের ‘দাপট’ বলতেই হচ্ছে। কারণ বলের দখল থেকে শট, সব কিছুতেই ফ্লামেঙ্গোরই দাপট ছিল সবচেয়ে বেশি। যদিও শুরু থেকেই বায়ার্ন জোরালো আক্রমণ চালায় এবং প্রথম ১০ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে পুলগার নিজেদের জালে বল ঢুকিয়ে ফ্লামেঙ্গোকে বিপাকে ফেলে দেন। তিন মিনিট পর কেইন নিচু শটে গোল করে ব্যবধান বাড়ান।

তবে ফ্লামেঙ্গো হার মানেনি। ২০ মিনিটের মধ্যেই লুইজ আরাউজোর শট ঠেকান বায়ার্নের গোলরক্ষক মানুয়েল নয়্যার।

কুলিং ব্রেকের পর গেরসন দুর্দান্ত শটে ফ্লামেঙ্গোর হয়ে একটি গোল শোধ করেন। গেরসনের শটে বল বার ঘেঁষে জালে ঢুকে গ্যালারিতে উল্লাসের জোয়ার আসে। তবে বিরতির আগেই গোরেতস্কা দূর থেকে জোরালো শটে গোল করে বায়ার্নের ব্যবধান আবারও বাড়িয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ফ্লামেঙ্গো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫ মিনিটে জর্জিনহো পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন। তখন ম্যাচ জমে ওঠে। ফ্লামেঙ্গো দ্রুত আক্রমণ চালিয়ে সমতা ফেরানোর চেষ্টা করছিল।

কিন্তু ৭৩ মিনিটে কেইন আবারও নিচু শটে গোল করে ফ্লামেঙ্গোর সব আশা শেষ করে দেন। ম্যাচের পর কেইন বলেন, এটা কঠিন ম্যাচ ছিল। গরমের মধ্যে ভালো দল নিয়ে খেলতে হয়েছে। বড় সময় আমরা ভালো খেলেছি। কিন্তু ওরা বারবার ফিরে আসার চেষ্টা করেছে। চতুর্থ গোলটা খুব দরকার ছিল, সেটাই আমাদের স্বস্তি এনে দেয়।

এই জয়ের ফলে বায়ার্ন মিউনিখ ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।