ঢাকাTuesday , 8 July 2025
  1. #লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের মিরপুর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কুষ্টিয়ার খবর
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

Link Copied!

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে গত শুক্রবার আকস্মিক বন্যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনেরও বেশি হয়েছে এবং আরো কতজন নিখোঁজ রয়েছেন তা এখনো জানা যায়নি। খবর সিএনএনের।

পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর এখনো উদ্ধারকারী দলগুলো কাদামাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যদিও নতুন করে কারো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যেই ওই অঞ্চলে আরো বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি খ্রিস্টান বালিকাশিবির নিশ্চিত করেছে যে, তাদের অন্তত ২৭ জন শিক্ষার্থী ও কর্মী প্রাণ হারিয়েছেন। এখনো ১০ জন মেয়ে শিক্ষার্থী এবং একজন ক্যাম্প কাউন্সেলর নিখোঁজ রয়েছেন।

এদিকে হোয়াইট হাউস জাতীয় আবহাওয়া পরিষেবার বাজেট কর্তনের কারণে উদ্ধার তৎপরতায় কোনো ব্যাঘাত ঘটেছে—এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

মৃতদের মধ্যে ৮৪ জন কের কাউন্টির বাসিন্দা।

যাদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু। কের কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, এখনো ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর পরিচয় নিশ্চিত করা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।