ঢাকাWednesday , 9 July 2025
  1. #লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের মিরপুর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কুষ্টিয়ার খবর
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাস

সরাইলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির মো. এনাম খা’র সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী মাওলানা মো. মোবারক হোসাইন।

প্রধান অতিথি তার বক্তৃতাকালে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, বিগত সরকারের আমলে দেশব্যাপী জামায়াতের নেতা-কর্মীরা অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তারা বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছে দেশবরেণ্য আলেম-ওলামাদের। স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম। সেই গণমাধ্যমকেও বিগত সময়ে জালিম সরকার সত্য প্রকাশে বাধা প্রদান করেছিল।

তিনি আরও বলেন, আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুক। সাংবাদিকরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এটাই আমাদের কাম্য। দেশের ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে প্রধান অতিথি বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী এডভোকেট মনিরুজ্জামান মনির, জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খন্দকার বরকত উল্লাহ মিন্টু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।