চট্টগ্রামের ফটিকছড়িতে শামসুল আলম নামের এক ব্যবসায়ী ও তাঁর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার বিচার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নাজিরহাটের একটি অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামসুল আলম দাবি করেন, গত ৩ জুলাই দুপুরে উপজেলার নারায়ণহাটের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথে উকিলপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বাবু, নাজিম, মনি, সোহেল ও হাবিবসহ ১০-১২ জন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। তিনি বলেন, স্থানীয়রা এগিয়ে আসায় প্রাণে রক্ষা পেলেও হামলায় তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে পুনরায় হামলার শিকার হন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শামসুল আলম জানান, ঘটনার এক সপ্তাহ পর ১০ জুলাই ভূজপুর থানায় মামলা দায়ের করেন তিনি। কিন্তু এ পর্যন্ত পুলিশ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি।
তিনি বলেন, সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
সংবাদ সম্মেলনে শামসুল আলমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।