কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদ আবদুলাহ নামের এক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করলে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
লাশ উদ্ধার হওয়া সাজিদ আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলে।
ক্যাম্পাস সূত্র জানায়, বেলা একটার দিকে অনেকে পুকুরের মাঝখানে কিছু একটা ভেসে উঠতে দেখেন। কিন্তু মানুষের দেহ কি না, কেউ নিশ্চিত করতে পারেন না। এ জন্য কেউ তেমন গুরুত্ব দেননি। পরে বিকেল পাঁচটার দিকে লাশটি পুকুরপাড়ের দিকে এলে হলে থাকা শিক্ষার্থীরা সেখানে ভিড় করেন। পরে প্রক্টরিয়াল বডিকে জানালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ সদস্যের উপস্থিততে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুকুরপাড়ের দোকানদার আকমল বিশ্বাস বলেন, বেলা একটার দিকে তিনি পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখেন। প্রথমে ময়লার স্তূপ মনে করেন। পরে আসরের নামাজের আগে সেটি কিনারার দিকে এলে লাশের বিষয়টি বুঝতে পারেন। তখন অন্য লোকজন আসেন।
এ ঘটনার পর কান্নায় ফেটে পরেন সাজিদের বন্ধুরা। সাজিতের বন্ধু ইনসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ওকে একা থাকতে দিই না। গতকাল রাত দুইটা পর্যন্ত আড্ডা দিয়েছি। সকাল থেকে ফোন দিলেও রিসিভ করছে না। এই শোক সহ্য করা কঠিন।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শাহিনুজ্জামান প্রথম আলোকে বলেন, এক ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। কেন কীভাবে মারা গেছে, এ মুহূর্তে বলা যাচ্ছে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মারা যাওয়া ছাত্রের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।