ঢাকাFriday , 18 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দুর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নির্বাচন

গোপালগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৩৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের উপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই নুর আলম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন

আসামিরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি লেবু মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সম্পাদক শরাফত হোসেন লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ, মহেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান লুথু, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, সিংগা ইউপি চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান প্রণব সরকার, পারুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মোকিমুল ইসলাম মকিমসহ অনেকে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৬ জুলাই এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়ায় মহাসড়কের উপর গাছ কেটে ফেলে ধারালো দাকরাতলাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আসামিরা পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।