শরীয়তপুর-চাঁদপুর নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যানবাহন। অন্তত ৩ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ফলে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ঘাট সূত্রে জানা গেছে, নরসিংহপুর ফেরিঘাটের বর্তমান ইজারাদার জিসান বালা। তবে সাবেক ইজারাদার মোমিন দিদার দাবি করছেন, তিনি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন এবং সেই অনুযায়ী ঘাটে লোকবল মোতায়েন করে কার্যক্রম শুরু করেছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুক্রবার ভোরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ফেরি চলাচল বন্ধের কারণ হয়ে দাঁড়ায়।
জিসান বালা বলেন, সরকার আমাকে এক বছরের জন্য ইজারা দিয়েছে, যার মেয়াদ এখনও শেষ হয়নি। মোমিন দিদার উচ্চ আদালত থেকে রায় পেয়েছেন বলে দাবি করলেও আমি কোনো কাগজপত্র হাতে পাইনি। যদি রায় পেয়ে থাকেন, তাহলে তা বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিসি। কিন্তু এখন তিনি লোকজন নিয়ে এসে ঘাট দখলের চেষ্টা করছেন, গাড়ি আটকে দিচ্ছেন এবং চাঁদাবাজির মতো কার্যক্রম চালাচ্ছেন।
অন্যদিকে মোমিন দিদার বলেন, আমি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছি। সে অনুযায়ী আমার লোকজন ঘাটে কাজ শুরু করেছে। কিন্তু জিসান বালা আমাদের কাজে বাধা দিচ্ছেন এবং রুটে চলাচলরত গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছেন।
বেনাপোল থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক রুহুল বেপারি বলেন, তিন কিলোমিটার যানজট রয়েছে। আমরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় আছি। দ্রুত সমাধান চাই।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ইজারা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে ফেরি চলাচল বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে জানানো হয়েছে।