রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান তারা।
বিশেষায়িত দলটিতে ভারতের শীর্ষ দুটি হাসপাতাল রাম মনোহর লোহিয়া এবং সফদরজং- এর ডাক্তার এবং নার্সরা রয়েছেন। যারা হাসপাতাল দুটির বার্ন এবং প্লাস্টিক সার্জারিতে বিশেষজ্ঞ।
এর আগে ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, বুধবার সন্ধ্যার মধ্যেই ঢাকায় এসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজে যোগ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এদিকে, সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের একটি দল ইতোমধ্যে মঙ্গলবার রাতেই ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার দুপুরে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক বৈঠকে অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।