ঢাকাSaturday , 26 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

এশিয়া কাপ আমিরাতে, চূড়ান্ত হলো সময়সূচি

Link Copied!

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, ২০২৫ সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর।

এই আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এতে আটটি দল অংশ নেবে।

অংশগ্রহণকারী দলগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

 

ঢাকায় বৃহস্পতিবার এসিসিরি বার্ষিক সাধারণ সভায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মে মাসে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘর্ষের পর টুর্নামেন্টের ভাগ্য কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সভার শেষে মোহসিন নাকভি টুর্নামেন্টের তারিখ ও ভেন্যু নিশ্চিত করেন।

ভারত এবারের এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক হলেও বিসিসিআই ও পিসিবির মধ্যে একটি চুক্তি অনুযায়ী, ভারত বা পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে অন্য দলের জন্য তিন বছর পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো সাধারণত সংযুক্ত আরব আমিরাতে খেলা হয়।

ভারত আগের আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। যদিও এখনো ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবেন কি না, তা নিশ্চিত হয়নি।

তবে ঐতিহ্যের কারণে তা হওয়ার সম্ভাবনা প্রবল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।