ঢাকাFriday , 1 August 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

Link Copied!

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি রাঙামাটির কাপ্তাই হ্রদে শনিবার মধ্যরাত থেকে মাছধরা উন্মুক্ত হবে। তিন মাস বন্ধ থাকার পর হ্রদ থেকে তুলে নেওয়া হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা।

রোববার থেকে কাপ্তাই হ্রদের মাছ আহরণ, বিপণন, বাজারজাত, পরিবহণ ও স্থানান্তর করা যাবে। জেলা প্রশাসন ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে ১ মে থেকে তিন মাসের জন্য মাছ আহরণের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেনবাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ, ব্যবসায়ী সমিতি, মৎস্যজীবী ও জেলেসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে নির্দিষ্ট সময় শেষে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ৩ আগস্ট সকাল ৬টা থেকে হ্রদের মাছ আহরণ, বিপণন, বাজারজাত, পরিবহণ ও স্থানান্তর করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।