রাজশাহীতে জন্ম নিয়েছে দুই মাথাওয়ালা এক শিশু। গতকাল শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর খ্রিষ্টান মিশন হাসপাতালে দুই মাথাওয়ালা কন্যা শিশুটির জন্ম হয়। আজ রবিবার দুপুর ১২টায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।
শিশুটির বাবার নাম গোলাম আজম এবং মায়ের নাম সুমাইয়া। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।
শিশুটির বাবা গোলাম আজম বলেন, এক বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। এটি আমাদের প্রথম সন্তান।
কয়েকবার স্ত্রীকে চেকআপ করিয়েছি। বেশ কয়েকবার আলট্রাসনোগ্রাম করানো হয়। তখন জেনেছিলাম যে, পেটে দুই মাথাওয়ালা নবজাতক শিশু রয়েছে। সবশেষ শনিবার রাতে সিজার করে বাচ্চা হয়েছে।পরে ডাক্তাররা তাকে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করতে বলেছেন। তাই সরকারি হাসপাতালে ভর্তি করেছি।শিশুর দাদা ময়েজ উদ্দিন বলেন, শিশুটি শঙ্কামুক্ত নয়। আমরা টেনশনে আছি। ডাক্তাররা সেভাবে কিছু বলছেন না।
বাচ্চা আইসিইউতে আছে। মা মিশন হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা ভালো। তবে বাচ্চা নিয়ে আমাদের চিন্তা হচ্ছে।
গাইনি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সম্ভবত জমজ ছিল। কিন্তু কোনো কারণে মাতৃগর্ভে সঠিকভাবে শারীরিক বিকাশ না হওয়ায় একটি শরীরের সঙ্গে অন্য শরীর জোড়া লেগে যায়। অনেক সময় এটি হয়ে থাকে। আর সেই কারণেই শিশুটি জোড়া অবস্থায় গর্ভে বড় হয়েছে এবং জন্ম নিয়েছে।
এ বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, বর্তমানে নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে। তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ধরনের নবজাতকের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।