রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি। এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন।সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন সাংবাদিকদের বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই, বাংলাদেশের জন্য কী কী পরিকল্পনা আমরা নিতে চাই, কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চাই, সেটির রূপরেখা আজকে তুলে ধরা হবে। নতুন বাংলাদেশের ইশতেহার মানে দেশকে গড়ার নতুন রূপরেখা।’
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এইচএসসি পরীক্ষা ও শাহবাগে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে সমাবেশের সময় বিকেল ৪টায় দেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের যানজটে পড়তে না হয়। ঢাকা মহানগর ও আশপাশের জেলা কমিটির নেতাকর্মীরাই কেবল এ সমাবেশে অংশগ্রহণ করবেন বলে জানান আরিফুল।