কুয়েতের আহমাদি গভর্নরেটে বাংলাদেশিসহ ১০ প্রবাসী শ্রমিকের মরদেহ পাওয়া গেছে। সুরতহাল রিপোর্টে ধারণ করা হচ্ছে, মদপানের কারণে এই মৃত্যু। বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, জলিব আল শুয়ুখ এলাকার ৪ নম্বর ব্লক থেকে মদ কেনা হয়েছিল।
মারা যাওয়া ১০ প্রবাসীর মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। তাদের মধ্যে মোনায়েম মিয়ার পরিচয় পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। তিনি কুয়েতে ন্যাশনাল কোম্পানির শ্রমিক ছিলেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানা গেছে। কারণ নিহতরা সবাই ওই এলাকায় কর্মরত প্রবাসী ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।