ঢাকাTuesday , 2 September 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

একই গাড়িতে চেপে বৈঠকে পুতিন ও মোদি

Link Copied!

চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একান্ত দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

আজ সোমবার এসসিওর মঞ্চে দুই নেতাকে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। পরে নরেন্দ্র মোদি এক টুইটে বৈঠকের কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, রিটজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত আলোচনার আগে দুই নেতা একই গাড়িতে পাশাপাশি বসে যাচ্ছেন।

ছবির সঙ্গে মোদি লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা সব সময়ই আনন্দের।’এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করেছেন। এর অর্ধেকই (২৫ শতাংশ) আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার কারণে, যেটিকে মার্কিন প্রশাসন ‘পেনাল্টি’ হিসেবে বর্ণনা করছে।

ওয়াশিংটনের যুক্তি, ভারত রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল কিনছে আর সেই অর্থ পুতিন ইউক্রেন যুদ্ধের খরচ জোগাতে ব্যবহার করছেন।

ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এমনকি ইউক্রেন যুদ্ধকে ‘মোদির যুদ্ধ’ হিসেবেও উল্লেখ করেছেন।তবে ভারত স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি ও প্রাপ্ত অফার অনুযায়ীই তারা সিদ্ধান্ত নেবে কার কাছ থেকে তেল কেনা হবে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার কোনো ইঙ্গিত দিল্লি এখনো দেয়নি।

উল্লেখ্য, তিয়ানজিনে মোদী-পুতিন বৈঠকের কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন নিজেদের মধ্যে আলোচনায় বসেন এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।