ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় গোলাপনগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি ও জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম।
ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম, ভেড়ামারা পৌর বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম খান, বিএনপি নেতা শিহাবুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব, শামসুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ।
টুর্নামেন্টের আজকের খেলায় সিরাজগঞ্জ একাদশ বনাম রাজশাহী একাদশের মধ্যে নির্ধারিত সময়ের খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে সিরাজগঞ্জ ৫ – ৪ গোল রাজশাহী একাদশকে পরাজিত করে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি এ্যাডঃ বুলবুল আবু সাঈদ শামীম।