মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

মিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name / ৩৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

মিরপুর প্রতিনিধিঃ

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সহযোগিতায় রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশনের চার্জ ইনচার্জ আতিকুর রহমান আতিক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে।

দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ।এছাড়াও দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিসের কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। অগ্নি কান্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রতেক্ষ ও অগ্নি নিবারক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এসময় স্কুল কলেজের শিক্ষার্থীরাও মহড়ায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটির সার্বিক বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর