মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে। যাতে আগামী জাতীয় নির্বাচনে আমরা মিরপুর-ভেড়ামারার এই আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করতে পারি।
সেই সাথে তিনি হুশিয়ার করে বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও জাতীয়তাবাদী দলের সুনাম যারা নষ্ট করছে তাদের জায়গা বিএনপিতে হবে না। এধরনের কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কেন্দ্রসহ কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে অবহিত করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য বলা হবে।
রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় নির্বাচনী এলাকাধীন নিজ বাসায় মিরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপি’র সভাপতি আব্দর রশিদ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন,
বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুল হক, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুব আলম হারছেন, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূরে আল আমিন বুলবুল, সাধারণ সম্পাদক আশাদুল হক, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান,
তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান জোয়ার্দ্দার, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি আয়নাল বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লালন, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কুর্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মকবুল হোসেন ডিলার,
সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, আমলা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মজিবার রহমান, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নজরুল ইসলাম নায়েব, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, সদস্য সচিব আতাউল হক এমদাদ,
পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু, যুগ্ম আহবায়ক ইফতেখা আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।