বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

বুধবার থেকে ট্রেন চলাচল, সোমবার টিকিট বিক্রি শুরু

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে। সোমবার (০৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হবে ট্রেনের টিকিট বিক্রি৷ ট্রেনের শতভাগ টিকিটের মধ্যে ৫০ শতাংশ কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।

রবিবার (৮ আগস্ট) সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়৷ এর আলোকে বাংলাদেশ রেলওয়ে তাদের ফেসবুক পেজে বুধবার থেকে ট্রেন চালুর সিদ্ধান্তের কথা জানায়৷

এ পোস্টে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়৷ যার মধ্যে রয়েছে- কোনো ভাড়া বাড়ানো হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে৷ সব অগ্রীম টিকিট যাত্রার পাঁচদিন আগে কেনা যাবে। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে।

আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ থাকবে। যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণ করতে হবে। টিকিট ও মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।