বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট করবেন যেভাবে

এখন হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলতে পারবেন। হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যানেল খুলতে পারবেন। হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করতে পারবেন সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে।

মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি নতুন ‘আপডেট’ নামের একটি ট্যাব থাকবে অ্যাপে। যেখানে পরিবার, বন্ধুদের চ্যাটের থেকে আলাদা একাধিক চ্যানেলস ফলো করতে পারবেন।

এরই মধ্যে অনেক সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছেন। তবে চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেল স্থায়ীভাবে ডিলিট হয়ে যায়। কেউ যদি নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট করে দেন, তাহলে তিনি সেখানে আর ফিরতে পারবেন না। ডিলিট করার পরেও অবশ্য ফলোয়াররা সেই চ্যানেল খুঁজে পাবেন।

তবে তারা একটি বার্তা দেখতে পাবেন যে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ডিলিট করা হয়েছে। ফলে অতীতের আপডেটগুলো ঠিকই পাওয়া যাবে। যারা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করেননি, তারা আর সেই চ্যানেল বা আপডেট দেখতে পাবেন না। আর সার্চে গিয়ে সেই চ্যানেলও খুঁজে পাবেন না।

জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট করবেন-

>> প্রথমেই নিজেদের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে।

>> এরপর মোবাইলের আপডেটস ট্যাবে যেতে হবে বা ওয়েবে চ্যানেলস পেজে যেতে হবে। এরপর নিজেদের চ্যানেল খুঁজে বের করুন।

>> এরপর নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের নামে ক্লিক করুন এবং ডিলিট চ্যানেলে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করুন।

>> অবশেষে নিজেদের ফোন নম্বর এন্টার করুন এবং ডিলিট অপশনে ক্লিক করুন।

>> একবার সফলভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট করা হলে, ব্যবহারকারীরা আপডেট ট্যাবে “ইউ ডিলিট ইওর চ্যানেল” বার্তাটি দেখতে পাবেন। সূত্র: গ্যাজেটস নাও

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।