বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

পায়ের সাথে ধাক্কা লাগায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

মোংলা প্রতিনিধি

পায়ের সাথে ভ্যানের ধাক্কা লাগায় মোংলায় এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করলো পথচারী।

নিহত ভ্যানচালকের নাম মোঃ আলমিন শেখ (৪৫)। সে মোংলা উপজেলার মালগাজী এলাকার সবুর শেখের পুত্র।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুদ্দিন জানান, বুধবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টায় মোংলা পৌর শহরের মামারঘাট সংলগ্ন বাজার ঘাট দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন আলামিন শেখ। এসময় ভ্যান চালকের অসাবধানতাবশত হেলাল ভূইয়া নামক এক পথচারীর পায়ে ধাক্কা লাগে। এসময় পথচারী হেলাল ভুইয়া ক্ষিপ্ত হয়ে ভ্যানচালক আলামিন শেখকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ভ্যান চালক রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ভ্যানচালককে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালককে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ভ্যানচালককে হত্যাকারী হেলাল ভুইয়া মামার ঘাট এলাকার ব্যবসায়ী শহিদুল ভুইয়ার ছেলে। তার বিরুদ্ধে এর আগেও মারামারি সংক্রান্ত ২টি মামলা রয়েছে মোংলা থানায়।

এদিকে ভ্যান চালক মৃত্যুর ঘটনায় মোংলা উপজেলা ভ্যান-রিক্সা ইউনিয়নের সদস্যরা আসামি গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে তাৎক্ষণিক শহরের ঘোষডেয়ারী এলাকায় বিক্ষোভ মিছিল করে।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, ভ্যান চালক আলামিন শেখের মরদেহ সুরতহালসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামি হেলাল ভুইয়া কে গ্রেফতারের লক্ষ্যে মোংলা থানা পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।