সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১০ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

৪ নভেম্বর, শনিবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে বাইসাইকেল আরোহী আব্দুস সামাদ (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী জসিম শেখ (২৮) ও হৃদয় আহমেদ (৩০) নামে দুজন যুবক।

অপরদিকে কুমারখালীর তরুনমোড়ে মিনিট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম (৫০) ও আবু বক্কর (৫২) নামে দুজন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুমারখালী উপজেলা স্বাস্থ্যকমপ্ল্রেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে বাইসাইকেল আরোহী কুমারখালী উপজেলার আগ্রাকুণ্ড গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুস সামাদ নিহত হয়েছেন। এসময় আহত হন মোটরসাইকেল আরোহী একই উপজেলার মোহনপুর গ্রামের জসিম শেখ ও হৃদয় আহমেদ নামে দুই যুবক।

অপর দুর্ঘটনায় আহত হন কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আব্দুস সালাম ও আবু বক্কর। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

পৃথক দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আসিফ ইকবাল জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন হিত ও ৪জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।