সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১০ অপরাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
৪ নভেম্বর, শনিবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে বাইসাইকেল আরোহী আব্দুস সামাদ (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী জসিম শেখ (২৮) ও হৃদয় আহমেদ (৩০) নামে দুজন যুবক।
অপরদিকে কুমারখালীর তরুনমোড়ে মিনিট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম (৫০) ও আবু বক্কর (৫২) নামে দুজন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুমারখালী উপজেলা স্বাস্থ্যকমপ্ল্রেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে বাইসাইকেল আরোহী কুমারখালী উপজেলার আগ্রাকুণ্ড গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুস সামাদ নিহত হয়েছেন। এসময় আহত হন মোটরসাইকেল আরোহী একই উপজেলার মোহনপুর গ্রামের জসিম শেখ ও হৃদয় আহমেদ নামে দুই যুবক।
অপর দুর্ঘটনায় আহত হন কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আব্দুস সালাম ও আবু বক্কর। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
পৃথক দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আসিফ ইকবাল জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন হিত ও ৪জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে