মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:১০ অপরাহ্ন
সাভার প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে অনুমোদন না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন হাসপাতালসহ চারটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
৫ নভেম্বর, রবিবার সকালে ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.আশিকুর রহমান।
জানা যায়, দীর্ঘদিন ধরে ধামরাই উপজেলায় লাইসেন্সবিহীন অব্যবস্থাপনায় সেবা ডায়াগনস্টিক সেন্টার, আইকন ডায়াগনস্টিক সেন্টার, আল মদিনা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও মমতাজ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় সিলগালা করেছে ধামরাই উপজেলা প্রশাসন।
এবিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, সরকারি নীতিমালা অনুসারে প্রয়াজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ৪টি ডায়াগনস্টিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।