সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ অপরাহ্ন
কুষ্টিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীর ওয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে কাভার্ড ভ্যান। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ করছে।
বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে ওয়ারীতে একটি প্রাইভেটকার কাভার্ড ভ্যানের নিচে আটকে পড়ে আছে। পাওয়ার পেয়ে উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট চলে গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় আমরা হতাহতের কোনো সংবাদ পাইনি।
এবিষয়ে ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, প্রাভেটকারের ভেতরে আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি ভেতরে অচেতন অবস্থায় আছেন। আমাদের উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত বলা যাবে।