সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১১ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ডায়াবেটিসের লক্ষণ পায়েও ফুটে ওঠে, কখন সতর্ক হবেন?

লাইফস্টাইল ডেস্ক

প্রবল কর্মব্যস্ততা, জীবনযাত্রায় অনিয়ম ও মানসিক চাপের কারণে ডায়াবেটিসের রোগী এখন ঘরে ঘরে। এই রোগের হাত ধরেই শরীরে বাসা বাঁধছে আরও হাজারটা রোগ। রক্তে ইনসুলিনের অভাবই টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ।

চিকিৎসকেরা বলছেন, জীবনযাত্রায় পরিবর্তন আনলেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতি দিন নিয়ম করে করতে হবে শরীরচর্চা, ডায়েটে বদল আনতে হবে। যে কোনও শারীরিক সমস্যা যদি প্রাথমিক অবস্থায় ধরা যায়, তা হলে চিকিৎসা শুরু করতেও সুবিধা হয়।

মাথা ঘোরা, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার মতো কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবিটিস বাসা বেঁধেছে শরীরে।

এগুলি ছাড়াও ডায়াবেটিসের কিছু লক্ষণ পায়েও ফুটে ওঠে। জেনে নিন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন।

১) পা ফুলে যাওয়া, পায়ের ঘা ও ক্ষত না শোকানো।

২) ডায়াবিটিসের ফলে পায়ের স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলেই পায়ের পাতা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এই লক্ষণও ডায়াবিটিসের ইঙ্গিত দেয়।

৩) ঘন ঘন পায়ে ঘা হওয়া।

৪) পায়ের নখ মোটা ও হলুদ হয়ে যাওয়া।

৫) পায়ের আঙুলের মাঝে, নখে কোনও কারণ ছাড়াই ছত্রাকের সংক্রমণ ও কিছুতেই সেই সংক্রমণ না সারলে বুঝতে হবে রক্তের শর্করার মাত্রা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।