সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

কুষ্টিয়া পোস্ট প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতি মো. নুরনবী চৌধুরীর (৬২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

১৩ নভেম্বর, সোমবার ভোরের দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কারাবন্দি হাজতিকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী হাসিব জানান, আজ ভোরের দিকে নুরনবী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহত নূরনবী কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে কারাবন্দি ছিলেন তার হাজতি নম্বর ৫০৮৪৮ /২৩। তার বাবার নাম ওসমান মুন্সী। তবে কোন মামলায় সে আটক ছিলেন আমরা বলতে পারব না।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন , মৃতর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।