সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

দৌলতপুরে শিশু হত্যার দায়ে প্রতিবেশীর কারাদণ্ড

দৌলতপুর প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে আরাফাত হোসেন নামে দেড় বছরের এক শিশু হত্যার দায়ে কোহিনুর বেগম (৫০) নামের প্রতিবেশী নারীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্ত কোহিনুর বেগম দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দাড়েরপাড়া গ্রামের ছফের মালের স্ত্রী।

আদালত সূত্রে জানা যায় ২০২১ সালের ৮ মে সকালে শিশু আরাফাত হোসেন বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দু’দিন পর প্রতিবেশী কোহিনুর বেগমের বাড়ির রান্নাঘর থেকে শিশু আরাফাত হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ এবং কোহিনুর বেগমকে আটক করে। শিশু হত্যার এ ঘটনায় পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় কোহিনুর বেগমের নামে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরুন কুমার দাস তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জুলাই আদালতে অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।