মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন। খবরটি জানিয়েছে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান।

১৬ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে এক স্ট্যাটাসে তিনি জানান, অভিনয়শিল্পী তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তারপর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

সবার উদ্দেশে অভিনয়শিল্পী সংঘের এই নেতা বলেন, আপনাদের সবার আবেগ, উৎকণ্ঠা ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।

বুধবার মধ্যরাত থেকেই গুঞ্জন, মডেল অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন! বুধবার রাতে তিনি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যাচ্ছে।

এর আগে সংবাদমাধ্যমে কথা বলেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম। তিনি বলেন, (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় হটাৎ বুকে ব্যাথা হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে তিশাকে রাখা হয়েছে।

তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন? এমন প্রশ্নে নাসিম বলেন, বিষয়টি নিশ্চিত নয়। আমি মনে করি এই মুহূর্তে এ বিষয়ে কথা না বলাই ভালো। বরং আমরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। বিষয়টি জানানোর প্রয়োজন হলে তারাই জানাবেন।

তানজিন তিশার ঘনিষ্ঠজনদের বরাতে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বুধবার রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বেসরকারি হাসপাতাল স্কয়ারে ভর্তি করানো হয়।

কেন আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেত্রী, এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ব্যক্তিগত সম্পর্কের অবনতি হওয়ায় হয়তো এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিশা। সেক্ষেত্রে তিশার প্রেমিক হিসেবে চাউর হয় নাটকের এক সহ-অভিনেতার নাম!

নাটক পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে। তবে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

তবে এ বিষয়ে অবশ্য মুশফিক আর ফারহান কিংবা তানজিন তিশার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।