সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

তিশার পর এবার সুনেরাহর রহস্যময় স্ট্যাটাস

বিনোদন ডেস্ক

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই এবার ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

ফেসবুকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনোরকম ট্রল বা মিথ্যাচার সহ্য করবেন না। এছাড়া বন্ধুবান্ধবদের সঙ্গে তাকে নোংরাভাবে না জড়াতেও অনুরোধ করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সুনেরাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।

সেখানে তিনি লিখেছেন, আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি।

তবে এজন্য তাকে নিয়ে কোনো মিথ্যা ট্রল সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সুনেরাহ লিখেছেন, কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে নিয়ে ট্রল করতে থাকলে আমি সেটা সহ্য করব না।

জীবনটা কোনো স্ক্রিপ্ট নয় জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, আমার অফুরন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।

সুনেরাহ লিখেছেন, আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ।

‘ন ডরাই’খ্যাত তারকার হঠাৎ এমন স্ট্যাটাসে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। কে তাকে নিয়ে ট্রল করল! কে মিথ্যা রটাল!

হঠাৎ কোন ঘটনায় সুনেরাহ এমন স্ট্যাটাস দিলেন, সেটা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে প্রশ্ন। যদিও দীর্ঘ পোস্টে এসবের কিছুই স্পষ্ট করেননি সুনেরাহ। তবে তার পোস্টে এটা স্পষ্ট যে, বন্ধুত্বের সম্পর্কের নামে তাকে নিয়ে হয়ত নতুন কোনো বিতর্ক বা আলোচনার সৃষ্টি হয়েছে। যা পছন্দ করেননি অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।