নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৫১৩ জন। বৃহস্পতিবার (২৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
কন্ট্রোল রুমের তথ্য মতে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও দিনাজপুরের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ৭৯০ জন।
পরীক্ষার প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন। এ পরীক্ষার দিন বহিষ্কার হন ৬ জন। অনুপস্থিতির শতকরা হার ১ দশমিক ৫৬ শতাংশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।