মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে কুশাবাড়ীয়া যুবসমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুশাবাড়ীয়া চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল খালেক। এই খেলাটিতে মোট ষোলটি দল অংশ গ্রহণ করে।
শনিবার (১৯ অক্টোবর) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ রাশিদুল হক।
খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি খাসি ছাগল ও রানার্স আপ দলকে একজোড়া রাজহাঁস পুরষ্কার দেয়া হয়। সেই সাথে চ্যাম্পিয়ন দলকে একটি করে ট্রফি, ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ ও সকল খেলোয়াড়দেরকে মেডেল দেওয়া হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ুন কবির হিমু, কাকিলাদহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।