মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় “অন্ধ জনে দেহ আলো ”শ্লোগানে রোববার (২০ অক্টোবর) দিনব্যাপী স্থানীয় মহিলা কলেজে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহেদ আলী, পরিচালক ইয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ হাসিবুল ইসলাম ও ডাঃ আসিফ হাসান দিন ব্যাপী প্রায় ১ হাজার ৫শ’ জন চক্ষু রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। এদের মধ্যে ৫শ’ ৪০ জন রোগী অপারেশন ও লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়েছে। এছাড়াও ২শ’ জন রোগীর চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করেন।
এ সময়ে ১শ’ ৫০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।ক্যাম্পের অর্গানাইজর মীর মিজানুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যে একটি দল সার্বিক সহযোগিতা করেন। এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক ইয়ারুল হক জানান অপারেশন ও লেন্স সংযোজনের জন্য মনোনীত ব্যক্তিদের বিনামূল্যে অপারেশন করা হবে।
এদের মধ্যে বিকেলে ৪৬ জনকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহনে খুলনায় নেওয়া হয়েছে।বাঁকীদের পর্যায়ক্রমে খুলনায় নেওয়া হবে