মিরপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদা পাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে ২০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। আটককৃত আসামি রাজবাড়ী জেলার কালুখালী থানার বোয়ালিয়া গ্রামের মৃত আপসার কাজীর ছেলে ইয়াসিন কাজী (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের এসআই মহাসিন আলী ও এএসআই শাজাহান সঙ্গীয় ফোর্স বারুইপাড়া ইউনিয়নের সাইফুন ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় মিরপুর থেকে কুষ্টিয়াগামী একটি অন টেস্ট হিরো মোটরসাইকেল তল্লাশিকালে ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ উক্ত মাদক সহ একজন আসামিকে গ্রেফতার করে। এসময় অনটেস্ট একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিকে মিরপুর থানার মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত অভিযান অব্যাহত থাকবে।