“শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর, শনিবার সকাল ১১ টায় এই উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, আড়পাড়া ডিগ্রী কলেজের সভাপতি ও সাবেক সহকারি অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিচুর রহমান মিল্টন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন শিকদার, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আফসার আলী, একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানুল হক, প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম, অধ্যক্ষ আদিত্য কুমার, মোঃ মিজানুর রহমান,মুন্সী কামরুজ্জামান নবাব, প্রধান শিক্ষক অরুন চক্রবর্তী, মোঃ সাজ্জাদ হোসেন সিজার৷
এছাড়াও আলোচনা সভায় প্রধান শিক্ষক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন ৷