কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ীর পাশের একটি পুকুরের পানিতে ডুবে নুরাইল হোসেন (৪) ও ফাতেমা খাতুন (৪) দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলাকায় এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া নুরাইল হোসেন ওই এলাকার খুদা বাক্সের ছেলে ও ফাতেমা খাতুন মিজারুল ইসলামের মেয়ে। তারা দুইজন আপন চাচাতো ভাই-বোন।
রিফাইতপুর ইউপির সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, শনিবার সন্ধ্যার একটু আগে হরিনগাছী পূর্বপাড়া গ্রামের দুই ভাই খোদাবক্স ও মিজারুল ইসলাম ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান লাশ উদ্ধার করে এলাকার লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির।