কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মহিলা সংস্থার অধীনে তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্দোক্তা তৈরী করতে তাদের মাধ্যমে তৃণমূল ফুড কর্ণার, তৃণমূল বিউটি কর্ণার ও তৃণমূল ফ্যাশন কর্ণার এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে মিরপুর জিয়া সড়কে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা। পরে প্রশিক্ষণার্থী নারী উদ্দ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও খাদ্য সামগ্রী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মিরপুর বাসষ্ট্যান্ড সেন্টারপাড়ায় স্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার অধীনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্দ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি ব্যাচে ২শ ৫০ জন নারী ৫টি বিষয়ে প্রশিক্ষণ করে। তাদের তাদের কর্মসংস্থানের জন্য সরকারী ব্যায়ে চালু হয়েছে এই ৩টি ব্যবসা প্রতিষ্ঠান।
৫ বছরের জন্য চালু এ প্রকল্পে ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাট্যারিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কমার্স নামে ৫ টি কোর্স চালু রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে মিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের বহু নারীর প্রশিক্ষণ শেষে ভালো কর্মসংস্থানের আশা করছেন এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, প্রকল্পের মাঠ সমন্বয়ক মনিরুজ্জামান, প্রশিক্ষণ কর্মকর্তা সোহেল রশিদ প্রমুখ।