কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক একই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আকতার আলী ঘটকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সজিব অতিরিক্ত কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপর চড়ে যাওয়ার সময় ঝাউদিয়া এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে ট্রাকের ওপরেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তার অতিরিক্ত খড়ি বোঝায় ট্রাকের খড়ির সাথে আটকিয়ে গেলে তা ছাড়াতে গিয়ে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়।
দুর্ঘটনার বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে থাকা ট্রাক ও নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।