কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় সীমান্তের আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ আতশবাজি উদ্ধার করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরচিলমারী সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠে চোরাকারবারিরা অবৈধ মালামাল পাচারকালে অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ১ লক্ষ ৩২ হাজার ১২০পিস ভারতীয় আতশবাজি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৩ লক্ষ ৩ হাজার টাকা।